আজ থেকে শুরু এশিয়া কাপ, ব্লকবাস্টার ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ সেপ্টেম্বর

০ মতামত 43 views

সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। আট জাতির এই মহাদেশীয় আসরে সবচেয়ে বেশি নজর থাকবে ভারত-পাকিস্তান ম্যাচের দিকে, যেটি হবে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই দ্বৈরথই এবারের টুর্নামেন্টের ব্লকবাস্টার লড়াই।

বিশ্বের যে প্রান্তেই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মরুর বুকে সেই লড়াই আরও তীব্র হয়, কারণ মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক ভারতীয় ও পাকিস্তানি প্রবাসী বসবাস করেন। এবারের টুর্নামেন্টের প্রাইজমানি তিন লাখ মার্কিন ডলার— যা আগের আসরের চেয়ে দেড়গুণ বেশি।

এবার নিয়ে ১৫তমবারের মতো এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে টুর্নামেন্টের এটি ১৭তম আসর। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।

আজ রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। তিনবারের রানার্সআপ বাংলাদেশ প্রথম খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর গ্রুপপর্বে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।

Leave a Comment