এখনই নয় শৈত্যপ্রবাহ, নভেম্বরজুড়ে থাকবে আবহাওয়ার ওঠানামা

০ মতামত 14 views

দেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীতের আমেজ থাকলেও নভেম্বরের বাকি সময়ে কোনো শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে—এমন ওঠানামাই থাকবে পুরো মাস জুড়ে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানায়, দেশে শীতের অনুভূতি দেখা দিলেও শৈত্যপ্রবাহ শুরু হয়নি; উল্টো তাপমাত্রা সামান্য বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। যদিও এই বৃদ্ধি স্বল্পস্থায়ী হবে।

সংস্থার তথ্য অনুযায়ী, দেশজুড়ে শীত নেমে এলেও চট্টগ্রাম বিভাগ এখনও উষ্ণ আবহাওয়ায় রয়েছে। এখানে দিনের তাপমাত্রা ৩০–৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতেও ২০ ডিগ্রির ওপরে রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বরের শেষভাগেও তাপমাত্রার তারতম্য অব্যাহত থাকবে। তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২–১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। দক্ষিণের টেকনাফে তা ১৮–২০ ডিগ্রি বা তার বেশি থাকতে পারে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮–২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৮–৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি মনে করছে, প্রকৃত শীত অনুভব করতে শৈত্যপ্রবাহ শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে পর্যন্ত চলবে ‘এই শীত–এই গরম’ আবহাওয়া।

Leave a Comment