টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

০ মতামত 46 views

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


‎শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা ১৫ মিনিট) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।


‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালালেও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Leave a Comment