বন্ধু দিবসে (৩ আগস্ট) চিত্রনায়িকা শবনম বুবলীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ঢালিউডের প্রাক্তন জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী। নিউইয়র্ক থেকে পোস্ট করা একাধিক ছবিতে দু’জনকে বেশ ঘনিষ্ঠভাবে দেখা গেছে। সঙ্গে ছিলেন তাদের সন্তান শেহজাদ খান বীর।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান চিত্রনায়ক শাকিব খান। এরপরই যুক্ত হন বুবলী। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছেলের সঙ্গে সময় কাটানোর জন্যই শাকিবের আহ্বানে সাড়া দিয়ে নিউইয়র্কে গেছেন বুবলী। সেখানে রুজভেল্ট আইল্যান্ডে ঘুরতে দেখা যায় তাদের, যা ধরা পড়ে পাপারাজ্জিদের ক্যামেরায়ও।
বুবলীর পোস্ট করা ১১টি ছবির একটি ক্যাপশনে লেখা ছিল, ‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা’। ছবিগুলোতে শাকিবকে বুবলীর কাঁধে হাত রেখে কিছু একটার দিকে দেখাতে দেখা গেছে। এছাড়াও বেশ কিছু মুহূর্তে দু’জনের মাঝে ঘনিষ্ঠতা ফুটে ওঠে, যা গত কয়েক বছরের পারস্পরিক দূরত্বের বিপরীত চিত্র তুলে ধরে।
এই ছবিগুলো নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষত শাকিবের দুই সন্তানের মা অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে যে সুপ্ত প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে দেখা গেছে, তাতে এবার বন্ধুত্ব দিবসে বুবলী প্রকাশ্যে এগিয়ে গেলেন বলে মনে করছেন বিনোদন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শাকিব-বুবলীর সম্পর্ক, সন্তান এবং বিচ্ছেদ নিয়ে নানা সময়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে, তবে সাম্প্রতিক এই ঘনিষ্ঠ মুহূর্তগুলো সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।