পাকিস্তানের হায়দ্রাবাদে একটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
উদ্ধারকারী দলের মুখপাত্র জানান, শনিবারের এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে লাঘারি গোথ নদীর তীরের একটি আতশবাজি কারখানায়। যেটি লতিফাবাদ থানার বি সেকশনের মধ্যে।
বিস্ফোরণের পর কারখানায় আগুনও লেগেছে বলে জানান তিনি।
লিয়াকত বিশ্ববিদ্যালয় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. ভিনেশ কুমার বলেন, ‘আগুনে পোড়া চারটি মরাদেহ আমরা পেয়েছি। এছাড়া গুরুতর আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডা. হায়া জানান, আহত ছয়জনের মধ্যে দুইজনের শরীরের শতভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
লতিফাবাদ সহকারী কমিশনার সৌদ লুন্ড জানিয়েছিলেন, লাইসেন্স ছাড়াই একটি ঘরে আতশবাজি তৈরি করা হচ্ছিল। এসময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। কারখানার একটি কক্ষ এবং সীমানা প্রাচীর ধসে গেছে। সেখানে শিশুরাও কাজ করছিলো। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।
উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়েছে। তারা এখনও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।