বাগেরহাটে দক্ষিণাঞ্চলের ১৮ রুটে অবৈধ পরিবহন বন্ধের দাবিতে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

০ মতামত 46 views

দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে মহাসড়কে বিআরটিসির অনুমোদনহীন বাস ও নসিমন-করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। রোববার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে খুলনা ও বরিশাল বিভাগের মোট ১০টি পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে বিআরটিসির অনুমোদনহীন বাস চলাচল করছে। পাশাপাশি উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নসিমন, করিমন, মাহেন্দ্র ও থ্রি-হুইলার নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে যাত্রী পরিবহন করছে। এসব বন্ধে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা–বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। তিনি জানান, তাদের দাবি বাস্তবায়ন না হলে ২ ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘট ছাড়া আর কোনো পথ থাকবে না।

প্রেসক্লাবে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ফকির, রূপসা–বাগেরহাট সমিতির সভাপতি মো. সামাদ মোল্লা, ঝালকাঠি সমিতির সভাপতি আনিসুর রহমান, পিরোজপুর সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাশসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের মালিক সমিতির প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলন শেষে পরিবহন মালিক সমিতির নেতারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেন।

Leave a Comment