নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত সংলাপে গতকাল (১৯ নভেম্বর) অংশ নেয় ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’। সংলাপে দলটি প্রচলিত বুথভিত্তিক ভোটগ্রহণ পদ্ধতি পরিহার করে মোবাইল অ্যাপসের মাধ্যমে বৃদ্ধাঙ্গুলির ছাপ ব্যবহার করে ভোট নেওয়ার প্রস্তাব তুলে ধরে।
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের উদ্দেশে দেওয়া লিখিত প্রস্তাবে দলটি জানায়, বর্তমান সার্বিক নিরাপত্তাহীন পরিস্থিতিতে সব ভোটারের কেন্দ্র উপস্থিত হওয়া ঝুঁকিপূর্ণ। বিশেষত নারী ভোটারদের জন্য ভোটকেন্দ্রে যাওয়া বিপদজনক হতে পারে, ফলে তাদের অংশগ্রহণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রবাসীদের জন্য পোস্টাল ভোটও বাস্তবে কার্যকর নয় বলে মত দেয় দলটি।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের দাবি, দেশের ভেতর ও বাইরে সব ভোটার যেন নিরাপদে ভোট দিতে পারেন—সে জন্য মোবাইল ফোনের মাধ্যমে ভোটার আইডি, পাসওয়ার্ড এবং বৃদ্ধাঙ্গুলির ছাপ ব্যবহার করে ভোটগ্রহণ পদ্ধতি চালু করা উচিত। দলটি উল্লেখ করে, এস্তোনিয়ায় এ ধরনের ব্যবস্থা ইতিমধ্যে চালু আছে এবং তা নিরাপদ প্রমাণিত হয়েছে।
প্রস্তাবে বলা হয়, বুথে গিয়ে সিল মেরে ভোট দেওয়ার প্রচলিত পদ্ধতি শুধু নিরাপত্তাহীন নয়, কেন্দ্র দখল ও জালিয়াতির আশঙ্কাও তৈরি করে। অন্যদিকে মোবাইল অ্যাপভিত্তিক ডিজিটাল থাম্ব–ভোট পদ্ধতি জালিয়াতিমুক্ত নিরাপদ নির্বাচন নিশ্চিত করবে।
দলটি বর্তমান ব্যয়বহুল, জটিল ও ঝুঁকিপূর্ণ বুথভিত্তিক ব্যবস্থার পরিবর্তে মোবাইল ডিজিটাল থাম্ব–ভোটিং পদ্ধতি চালুর দাবি জানায় নির্বাচন কমিশনের কাছে।