মায়ের মতো স্ত্রী পেয়েছি: জাহিদ হাসান

০ মতামত 137 views

দেশের জনপ্রিয় তারকা দম্পতি অভিনেতা জাহিদ হাসান ও মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ’র সংসার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছিল। অনেকেই ধারণা করছিলেন, দীর্ঘ ২৭ বছরের এই সংসারে কলহ চলছে।

তবে সম্প্রতি এক পডকাস্টে এসব গুঞ্জনের সরাসরি জবাব দিয়েছেন জাহিদ হাসান। তিনি স্পষ্ট জানিয়ে বলেন—‘আমরা সুখেই আছি, সংসারে কোনো সমস্যা নেই।’

স্ত্রী মৌ সম্পর্কে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘মৌ আমার সবকিছু দেখাশোনা করে, রান্না করে খাওয়ায়ও। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।’

অভিনেতা আরও জানান, তাদের সম্পর্কে কখনো ইগোর লড়াই হয়নি। কারণ, তার ভাষায়—‘মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।’

একসঙ্গে অনুষ্ঠানগুলোতে না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ যা বলে সেটা আংশিক সত্যি। আমি শুটিংয়ে ব্যস্ত থাকি, এমনকি ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি। তাই অনেক অনুষ্ঠানে মৌ একাই যায়।’

কথোপকথনের এক পর্যায়ে উঠে আসে তার অতীত প্রেমের প্রসঙ্গও। জাহিদ জানান, তার সাবেক প্রেমিকার কথাও মৌ জানেন এবং মাঝে মাঝে তা নিয়ে মজা করেন।

Leave a Comment