দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ নভেম্বর) সকালে সংঘটিত এ ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য নিশ্চিত হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল দাওই শহরের পশ্চিম-দক্ষিণপশ্চিমে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।