ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

০ মতামত 60 views

আফগানিস্তানকে সিরিজ হারাতে বাংলাদেশের দরকার ছিল ১৪৮ রান। তবে ৫ উইকেট হারিয়ে কাজটা কঠিন হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের ২১ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ২ উইকেটের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। জয়সূচক বাউন্ডারিগুলো এসেছে পেসার শরিফুল ইসলামের ব্যাট থেকে।

ম্যাচ শেষ হয়েছে ৫ বল হাতে রেখেই। ফলে তিন ম্যাচ সিরিজে টানা দ্বিতীয় জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে জাকের আলি অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

রান তাড়ায় বাংলাদেশ

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় টাইগাররা। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন মাত্র ২ রান করে ফিরে গেলে দল পড়ে যায় চাপে। এরপর সাইফ হাসান ও অধিনায়ক জাকের আলি অনিক প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সাইফ ১৮ রানে ফিরলে ভাঙে সেই জুটি।

২৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে শামীম হোসেন ও জাকের মিলে দলকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। দুজনেই খেলেন স্বাচ্ছন্দ্যে, কিন্তু শামীম ৩৩ এবং জাকের ৩২ রানে ফিরে গেলে আবার বিপদে পড়ে বাংলাদেশ। ১০৫ রানে ৫ উইকেটের পতনের পর এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ১২৯/৮—পরাজয়ের শঙ্কা তখন স্পষ্ট।

এই অবস্থায় দলের হাল ধরেন নুরুল হাসান সোহান। উইকেটে থেকে কার্যকর ব্যাটিং করে আশা জাগান। তাকে দৃঢ়ভাবে সঙ্গ দেন শরিফুল ইসলাম। দুজনের জুটি বাংলাদেশকে এনে দেয় জয়ের স্বাদ এবং সিরিজ নিশ্চিত করে।

আফগানদের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আজমতউল্লাহ ওমরজাই, যিনি একাই ৪টি উইকেট তুলে নেন।

আফগানিস্তানের ইনিংস

এর আগে টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তানকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের বোলাররা। শরিফুল, নাসুম, রিশাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগান ব্যাটাররা হাত খুলে খেলতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ৫ উইকেটে ১৪৭ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান। রহমানউল্লাহ গুরবাজ করেন ৩০ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

Leave a Comment