রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে হাজির শহিদ মুগ্ধের ভাই, ডাকসু ভিপি ও জুলাই আহতরা

০ মতামত 17 views

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুইজনের বিরুদ্ধে আজ সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা হবে। ঐতিহাসিক এ রায় শোনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে হাজির হয়েছেন শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা।

মামলার অন্যতম আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকাল সাড়ে ৮টায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দুই আসামি—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক।

চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার রায় মোট পাঁচটি অভিযোগের ভিত্তিতে ঘোষণা করা হবে। পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে—উসকানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুলে আন্দোলনরত ছয়জনকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।

রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ট্রাইব্যুনালের নিজস্ব ফেসবুক পেজ। এছাড়া, রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় বড় পর্দা বসিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, যাতে ঢাকাবাসী সহজে বিচার প্রক্রিয়া দেখতে পারেন।

এ রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব, এপিবিএন ও বিজিবি সহ সেনাবাহিনী দায়িত্বে নিয়োজিত। তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

Leave a Comment