শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনী–পুলিশের সহযোগিতা প্রত্যাশা প্রধান উপদেষ্টার

০ মতামত 33 views

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ এর সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এখন নির্বাচনমুখী সময় চলছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের পরিস্থিতি পেরিয়ে দেশ এখন নির্বাচনের পথযাত্রায় আছে। নির্বাচন হবে শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর—যেখানে জনগণ তাদের আশা–আকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ পাবে।

Leave a Comment