শেখ হাসিনার রায় দ্রুত কার্যকরের দাবি এনসিপির

০ মতামত 58 views

শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, এক মাসের মধ্যেই সাজা কার্যকর দেখতে চান তারা।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের দাবি—হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে ভারতে রয়েছেন, আমরা চাই তিনি ফেরার সময় হাসিনাকেও দেশে আনতে উদ্যোগ নিন।

নাহিদের দাবি, শুধু শেখ হাসিনা নয়, আসাদুজ্জামান খান কামালসহ যেসব আওয়ামী নেতা হত্যার ঘটনাগুলোতে সম্পৃক্ত ছিলেন—তাদের বিচারের কাজও শেষ করতে হবে। তিনি বলেন, নির্বাচন শেষ হলেও ট্রাইব্যুনালের কার্যক্রম থেমে থাকা উচিত নয়; নিয়মিত বিচার চলতে হবে। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান তিনি।

সাবেক আইজিপি চৌধুরী মামুনের সাজা প্রসঙ্গে নাহিদ বলেন, রাজসাক্ষী হওয়া সত্ত্বেও তার যে শাস্তি হয়েছে, তা যথেষ্ট নয়। তিনি মনে করেন, বিষয়টি পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে যাওয়া উচিত।

অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই-অতি দ্রুত রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, ভারত সরকারের কাছে আহ্বান জানাই-খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এ রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে।

দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, খুনি হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত দেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি।

এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, জুলুম ও অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয়। আমরা এ রায়কে সাধুবাদ জানাই। এখন জরুরি হলো, দ্রুত এ রায় কার্যকর করা। এটি ভবিষ্যতের জন্য বার্তা বহন করে যে, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়।

রাজধানীতে গণমিছিল: এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল করেছে এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা আমাদের ভাইদের গুলি করেছে, তাদের রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া জনগণের প্রতি অবিচার। ভারত সরকারকে বলছি, শেখ হাসিনাকে যেভাবে হোক নিয়ে গেছেন, এবার ফিরিয়ে দিন।

Leave a Comment