সিঙ্গাপুর থেকে এলএনজি কেনায় সরকারের নীতিগত অনুমোদন

০ মতামত 48 views

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।


‎বুধবার (১২ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থনৈতিক বিষয়াদি সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৩৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


‎জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, সরকারি ক্রয় আইন ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রাসঙ্গিক বিধান অনুসরণ করে স্বল্পমেয়াদি ভিত্তিতে জিটুজি পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি আমদানির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


‎এছাড়া সভায় বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), জ্বালানি এবং নৌপরিবহন—এই চারটি খাতের মোট চারটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।


‎মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, প্রস্তাবগুলো উপস্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়।


‎বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, নিলামের মাধ্যমে ক্রয়কৃত পাঁচ বছরের বেশি পুরোনো মোটরযান মুক্তির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।


‎আইসিটি বিভাগের প্রস্তাব অনুসারে, গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) একটি ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়।


‎এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ডেনমার্কের এপিএম টার্মিনালস বিভির মধ্যে ‘পিপিপি মডেলে চট্টগ্রাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল স্থাপন ও পরিচালনা’ প্রকল্পের কনসেশন চুক্তিরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


‎প্রকল্পটি ৪৮ বছর মেয়াদে নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তর (ডিবিএফওটি) কাঠামোর আওতায় বাস্তবায়িত হবে। এর মধ্যে মূল কনসেশন সময় থাকবে ৩৩ বছর এবং অতিরিক্ত ১৫ বছরের সম্প্রসারণকাল।

Leave a Comment