দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে বড়পর্দায় তার প্রথম যাত্রা হচ্ছে অ্যাকশন–থ্রিলারধর্মী ছবি ‘সোলজার’-এর মাধ্যমে। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ছবিটি।
সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত হয়েছে তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার।
পোস্টারে তাকে দেখা গেছে কেন্দ্রীয় ভঙ্গিতে—সাদা স্লিভলেস টপ ও গ্রে-অ্যাশ প্যান্টে পেছন ফিরে তাকানো তিশার উপস্থিতি যেন শক্তি ও সাহসেরই প্রতীক। চারপাশে ছড়ানো দাবার গুটি আর হাতে ক্যামেরা তার চরিত্রে কৌশলী ও নির্ভীক এক নারীর ইঙ্গিত দিচ্ছে। এমন ভিন্ন ছন্দে আগে তাঁকে দেখা যায়নি।
সাকিব ফাহাদের পরিচালনায় ছবিটিতে শাকিব খান ও তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ সম্পর্কে নির্মাতা জানিয়েছেন, ঈদ মৌসুম ছাড়া অন্য সময়েই ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের।