সিরাজগঞ্জে স্বপ্ন নিয়ে পথ চলা স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

০ মতামত 231 views

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ নামে একটি সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার সকালে জেলা সদরের গুড ফুড রেস্টুরেন্ট হল রুমে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেআর ফ্যামেলির সহযোগিতায় আলোচনা সভা ও কেক কর্তনের আয়োজন করা হয়। 

এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী আব্দুল আলিম, একরামুল হকের যৌথ সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আহবায়ক মো. রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব ও সমাজকর্মী মো. মামুন বিশ্বাস, যুগ্ম আহবায়ক ও সুখ পাখি সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ রজব, কে.আর ফ্যামেলীর প্রতিনিধি মেহেদি জামান খান, অপূর্ব সত্যার্থী, ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সভাপতি কে.এইচ মুরাদ, প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি, ভয়েস অফ কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন, ভিলেজ ভিশনের প্রতিষ্ঠাতা শরিফ খন্দকার, শিকড়ের প্রতিষ্ঠাতা ব্যাচেলর মনির প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, স্বপ্ন নিয়ে পথ চলা মানবিক সংগঠন দীর্ঘ ৫ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবায় এ সংগঠনের অবদান অসামান্য। স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন মানে সমাজের বঞ্চিত ও চাহিদা সম্পন্ন মানুষগুলোর অন্ধকার জীবনে এক স্বপ্ন ছড়ানো। আশা করি মানুষের সেবার মাধ্যমে সংগঠনটি তার মানসিকতার প্রকাশ ঘটাবে।

Leave a Comment