২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

০ মতামত 38 views

লিওনেল মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা। টুর্নামেন্টের আর এক বছরেরও কম সময় বাকি, তাই সবার কৌতূহল—আরেকবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা যাবে কি ফুটবল জাদুকরকে? অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন মেসি নিজেই।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, তিনি ২০২৬ বিশ্বকাপে খেলতে চান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরে আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার অভিযানে থাকতে চান তিনি। তবে আগের মতো এবারও পরিষ্কার জানিয়ে দিয়েছেন—সবকিছুই নির্ভর করবে তার শারীরিক ফিটনেসের ওপর।

মেসি বলেন, “বিশ্বকাপে খেলা অসাধারণ অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই।”

আর্জেন্টিনা অধিনায়ক আরও জানান, আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে প্রতিদিন নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন, তিনি শতভাগ ফিট আছেন কিনা তা দেখবেন।

তার ভাষায়, “জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই স্বপ্নের মতো, বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায়। আশা করি, সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন।”

পারফরম্যান্সের দিক থেকেও মেসি দারুণ ছন্দে আছেন। সম্প্রতি তিনি এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন এবং এমভিপি পুরস্কারের ফাইনালিস্ট হয়েছেন। আপাতত তার সব মনোযোগ ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতানোয়।e।

Leave a Comment