হঠাৎ অসুস্থ ফারুকী, ঢাকায় এনে হাসপাতালে ভর্তি — জানালেন তিশা

০ মতামত 73 views

নতুন দেশ ডেস্ক: সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে কক্সবাজার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সরকারি সফরে শুক্রবার (১৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কিউরেশন সংক্রান্ত এক কর্মশালায় অংশ নিতে কক্সবাজারে যান ফারুকী। সেখানেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

শনিবার (১৬ আগস্ট) রাতে তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে ফারুকীর সর্বশেষ অবস্থার কথা জানান।

তিনি লেখেন,

“মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”

এর আগে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান,
ফুড পয়জনিংয়ের কারণে ডিহাইড্রেশন হয়ে পড়েন ফারুকী। পরে হঠাৎ শারীরিক অবনতি হলে, রাত সাড়ে ৯টার কিছু পর তাকে কক্সবাজার শহরের ওশন প্যারাডাইস হোটেল থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Leave a Comment