‘বিয়ে করে ফেলুন, বয়স হয়ে যাচ্ছে’— মন্তব্যে ক্ষেপে গেলেন জেরিন খান

০ মতামত 59 views

‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী জেরিন খানের। প্রথম ছবিতেই বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। চেহারায় ক্যাটরিনা কাইফের মিল থাকায় তাকে নিয়ে বলিউডে কম চর্চা হয়নি। তবে ধীরে ধীরে রূপালি পর্দা থেকে অনেকটাই হারিয়ে গেছেন এই অভিনেত্রী।

তবে সোশ্যাল মিডিয়ায় এখনো তিনি বেশ সক্রিয়। নিজের ছবি, ভিডিও ও নানা বক্তব্য শেয়ার করে নিয়মিত আলোচনায় থাকেন জেরিন। তবে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিক যেমন আছে, তেমনি নেতিবাচক কথাও শুনতে হয় অভিনেত্রীদের। এবার এক নেটিজেনের বিয়েবিষয়ক মন্তব্যে চটেছেন জেরিন খান।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এক ব্যক্তি জেরিনকে উদ্দেশ করে মন্তব্য করেন,

‘বিয়ে করে ফেলুন। আপনার বয়স হয়ে যাচ্ছে।’

এই মন্তব্যকে কেবল ‘ব্যক্তিগত আক্রমণ’ হিসেবেই দেখেননি অভিনেত্রী, বরং সমাজের প্রচলিত মানসিকতার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় জেরিন খান বলেন—

“সব সময় মনে করা হয়, জীবনের সব সমস্যার একমাত্র সমাধান হলো বিয়ে। কিন্তু কেন? বিয়েই কি জীবনের সব? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই কেন এমন ধারণা?”

তিনি আরও বলেন,

“আমি একটি কমেন্টে পড়েছি, ‘বিয়ে করে ফেলুন, বয়স হয়ে যাচ্ছে।’ আমি বলছি, যদি আমি বিয়ে করি তাহলে কি বয়স কমে যাবে? আমি কি আবার ছেলেবেলায় ফিরে যাব? যদি না যায়, তাহলে এমন কথা বলার মানে কী?”

জেরিনের প্রশ্ন,

“এটা কি শুধু আমাদের দেশে হয়, নাকি সারা দুনিয়াতেই মেয়েদের জীবনে বিয়ে নিয়ে এমন চাপ তৈরি করা হয়?”

ভিডিওর শেষে বিয়ের বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

“এই বিয়ে কি কোনও যাদু? আজকাল তো বেশিরভাগ বিয়ে টিকছেই না। দু’-তিন মাসের বেশি চলে না। তাহলে কীভাবে বিয়ে জীবনের সব সমস্যার উত্তর হতে পারে?”

অভিনেত্রীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই জেরিনের অবস্থানকে সাহসী ও সময়োপযোগী বলে উল্লেখ করেছেন।

Leave a Comment