সোনারগাঁও প্রতিনিধি: সোনারগাঁয়ে ৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সনমান্দী ইউনিয়নের সনমান্দী প্রাইমারি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ অধ্যাপক রেজাউল করিম।
প্রধান বক্তা ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শামীমা আক্তার শাম্মী, সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শফিউদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন মিন্টু, বারদী ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, ফারুক আহমেদ তপন, রমজান আলী সরকার, পিয়ার আলী, নজরুল মোল্লা, রফিকুল আলম, মফিজুল হক, আওলাদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।