প্রায় সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ঢাকায় পৌঁছেই তিনি ছুটে যান একমাত্র সন্তান আয়াশের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়—গভীর ঘুমে থাকা আয়াশকে চমকে দিতে এগিয়ে যান বাবা অপূর্ব। ঘুম ভাঙতেই বাবাকে দেখে আয়াশ ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেলে।
তবে এই আবেগঘন মুহূর্ত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা মন্তব্য। কিছু নেটিজেন দাবি করেন, বাবা-মায়ের বিচ্ছেদের পর বাবার সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ায় আয়াশ কান্নায় ভেঙে পড়েছে। এসব মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি।
ফেসবুক স্ট্যাটাসে অদিতি লেখেন, “অনেকেই দেখেছেন আমার ছেলের বাবা অনেকদিন পর দেশে ফিরে ওকে সারপ্রাইজ দিয়েছে। মুহূর্তটা ছিল খুবই সুন্দর। কিন্তু কিছু মানুষ ভিডিওর নিচে ‘একা’ বা ‘একাকী’ মন্তব্য করেছেন—যা খুবই কষ্টদায়ক। আমার ছেলে আমার কাছেই থাকে।”
তিনি আরও বলেন, “আয়াশ সবসময় ভালোবাসা ও যত্নে থাকে। ওর সব চাহিদা পূরণ করা হয়। যখন ইচ্ছে হয় বা সপ্তাহের শেষে ও বাবার কাছে যায়। আমরা সবসময় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। সম্পূর্ণ ঘটনা না জেনে মন্তব্য করলে তা আঘাত দেয়। যারা ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”