অবশেষে নেপালের এয়ারপোর্টে জামালরা, বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন আজ

০ মতামত 55 views

নতুন দেশ ডেস্ক: কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল। নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে কাঠমান্ডুতে আটকে পড়া জামাল ভূঁইয়া, রাকিব হোসেনরা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে পৌঁছেছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন তাঁরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও সরকারের সমন্বিত চেষ্টায় এই দ্রুত প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে। ফুটবল দলের সঙ্গে একই ফ্লাইটে ফিরছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।

আটকে পড়ার পেছনে কী ঘটেছিল?

সম্প্রতি নেপালে ছাত্র ও জনতার আন্দোলনের মুখে সরকারের পতন ঘটে। এর পর থেকেই দেশজুড়ে অস্থিরতা শুরু হয়। ৯ সেপ্টেম্বর দুপুর থেকে নেপালের সব ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়, যা স্থায়ী হয় ১০ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত।

বাংলাদেশ দল ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে আন্দোলনের কারণে ৯ তারিখের ম্যাচটি বাতিল হয়। সেই সঙ্গে সেদিনই দেশে ফেরার পরিকল্পনা থাকলেও বিমান চলাচল বন্ধ থাকায় আটকে পড়েন জামালরা।

৮ সেপ্টেম্বর থেকে নেপালের রাজধানী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীদের জ্বালাও-পোড়াওয়ের কারণে টিম হোটেলের আশপাশেও চলছিল অস্থিরতা। নিরাপত্তার শঙ্কায় দলের অনুশীলন বাতিল করা হয়, আর খেলোয়াড়রা কার্যত হোটেলবন্দী হয়ে পড়েন।

বাংলাদেশ সরকার ও বাফুফে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করে। হোটেলে বসেই তারা সময় কাটিয়েছেন জিমে অনুশীলন করে ও সতর্কতার মধ্যে দিন পার করে।

শেষ পর্যন্ত আশার আলো

১০ সেপ্টেম্বর সন্ধ্যার পর ফ্লাইট চলাচল আবার শুরু হলে আজ সকালে বাংলাদেশ দলকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে বাফুফে। নির্ধারিত বিশেষ ফ্লাইটেই আজই তারা ঢাকা পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment