ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা। অভিনয়ে মেধা ও দক্ষতা দিয়ে তিনি জয় করে নিয়েছেন দর্শকের মন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন এই নায়িকা। নিজেকে তিনি এখনও একজন শিক্ষানবিশ মনে করেন।
অভিনয় জীবন নিয়ে তমা মির্জা বলেন, “আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয়, আমি কিছুই পারি না—প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কী হয়।”
গান শোনার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তমা বলেন, “আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি। যখনই ফ্রি থাকি, কাজ না থাকলে দেখা যায়—হয় আমি মুভি দেখি, না হলে গান শুনি।”
“রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সং-ও ভালো লাগে, কাওয়ালীও ভালো লাগে। তবে আমি গান গাইতে পারি না। আমার গলার সাউন্ড খুব খারাপ,”—যোগ করেন তমা মির্জা।