শাকিব-হানিয়াকে নিয়ে যা বললেন সেমন্তী

০ মতামত 60 views

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি দেশের শিল্পীদের মূল্যায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন— বাংলাদেশি তারকারা কি আদৌ যথাযথ সম্মান ও স্বীকৃতি পাচ্ছেন?

সেমন্তীর মতে, শুধু শাকিব খান ছাড়া অন্য কোনো বাংলাদেশি তারকা বিদেশে গিয়ে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের মতো বিশাল জনসমর্থন বা উচ্ছ্বাস তৈরি করতে পারেন না।

বিদেশি তারকাদের প্রতি যে ধরনের গুরুত্ব ও আতিথেয়তা দেখানো হয়, দেশি তারকারা সে তুলনায় অনেকটাই অবমূল্যায়নের শিকার হন বলে মনে করেন সেমন্তী।

তিনি বলেন, “আমরা যখন বাইরের কোনো দেশে যাই, হানিয়া আমিরকে আমরা যেভাবে প্রায়োরিটি দিলাম বা যে আতিথেয়তা দেখালাম— আমাদের দেশের শিল্পীদের ক্ষেত্রে সেটা হয় না। যদি টিকিট সিস্টেম থাকত, তাহলে বুঝা যেত ভিড় আসলে কতটা হতো।”

সেমন্তী আরও বলেন, “আমাদের কাছে একজন শাকিব খান আছেন, যিনি এখন দেশের বাইরে গেলেই মানুষের বিপুল সাড়া পান। ভিড়ে উপচে পড়ে মানুষ। তবে আগে কিন্তু এমনটা দেখা যেত না।”

তার বক্তব্যে স্পষ্ট, দেশের শিল্পীদের প্রতি সম্মান ও মূল্যায়নের জায়গায় এখনো ঘাটতি রয়েছে, যা বিদেশি তারকাদের তুলনায় স্পষ্টভাবে অনুভব করা যায়।

Leave a Comment