তামিমের সেঞ্চুরি, হার থেকে বাঁচালো বাংলাদেশ

০ মতামত 36 views

‎বাংলাদেশের জন্য আজ জয়ের বিকল্প ছিল না। কেননা আজ হারলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলেই সিরিজ জিততো আফগানিস্তানের যুবারা। এমন ম্যাচে প্রয়োজনের সময়ই জ্বলে উঠল আজিজুল হাকিম তামিমের ব্যাট। তার দুর্দান্ত সেঞ্চুরিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষটিতে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতে পাঁচ ম্যাচের সিরিজটি ২-২ সমতায় শেষ কর বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।


‎রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রানের লড়াকু পুঁজি পায়। দলের পক্ষে ওপেনার উসমান সাদাত ১০৬ বলে ধীরগতির ৬৮ রান করেন। শেষদিকে অধিনায়ক মাহবুব খান ৫৯ বলে ৪০ রানের ইনিংস খেললে দুইশ পার করে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সামিউন বশির দুটি উইকেট শিকার করেন।


‎জবাবে ৪ উইকেটে ১৪১ রান তোলার পর আকস্মিক ধস নামে স্বাগতিকদের ইনিংসে। মাত্র ২০ রানের ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে (১৬১/৭) পরাজয়ের শঙ্কায় পড়ে যায় টাইগার যুবারা। এমন কঠিন পরিস্থিতিতেই দলের হাল ধরেন অধিনায়ক তামিম। এক প্রান্ত আগলে রেখে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন তিনি। ১১৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০০ রানের এক ম্যাচজয়ী ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। তার আগে রিজান হোসেন ২৭ ও ফরিদ হাসান ২৩ রান করেন। শেষ পর্যন্ত ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

Leave a Comment