পাকিস্তানে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, চারজনের প্রাণহানি

০ মতামত 49 views

‎পাকিস্তানের হায়দ্রাবাদে একটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


‎উদ্ধারকারী দলের মুখপাত্র জানান, শনিবারের এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে লাঘারি গোথ নদীর তীরের একটি আতশবাজি কারখানায়। যেটি লতিফাবাদ থানার বি সেকশনের মধ্যে।


‎বিস্ফোরণের পর কারখানায় আগুনও লেগেছে বলে জানান তিনি।


‎লিয়াকত বিশ্ববিদ্যালয় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. ভিনেশ কুমার বলেন, ‘আগুনে পোড়া চারটি মরাদেহ আমরা পেয়েছি। এছাড়া গুরুতর আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


‎ডা. হায়া জানান, আহত ছয়জনের মধ্যে দুইজনের শরীরের শতভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।


‎লতিফাবাদ সহকারী কমিশনার সৌদ লুন্ড জানিয়েছিলেন, লাইসেন্স ছাড়াই একটি ঘরে আতশবাজি তৈরি করা হচ্ছিল। এসময় বিস্ফোরণের ঘটনা ঘটে।


‎তিনি বলেন, ‘উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। কারখানার একটি কক্ষ এবং সীমানা প্রাচীর ধসে গেছে। সেখানে শিশুরাও কাজ করছিলো। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।


‎উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়েছে। তারা এখনও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

Leave a Comment