ঢাবির ডেপুটি রেজিস্ট্রার ‘আই ডোন্ট কেয়ার’ ফটোকার্ড পোস্টের ঘটনায় আটক

০ মতামত 22 views

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার লাভলু মোল্লাহ শিশিরকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ, পরে জানা গেছে যে তিনি শেখ হাসিনার রায়ের বিরোধিতা করে সামাজিকমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেছিলেন।

সোমবার (১৭ নভেম্বর) পুলিশের একটি দল তাকে আটক করে। ঘটনাস্থলে শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

লাভলু মোল্লাহ শিশির তার ফেসবুক আইডিতে পোস্ট করা ফটোকার্ডে লিখেছিলেন ‘আই ডোন্ট কেয়ার’, এবং ক্যাপশনে উল্লেখ করেছেন—“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।” পোস্টের আগে তিনি একটি ভিডিও বার্তাও দেন, যেখানে বলেন, “আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘণ্টা দুই ধরে আমার বাসার সামনে কিছু লোক জড়ো হয়েছে। আমি কোনো অন্যায় করিনি।”

ডাকসু মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা জানিয়েছেন, “লাভলুকে পুলিশের হাতে তুলে দিয়েছি। গণহত্যাকারী শিক্ষকদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট—যে কেউ তাদের বিষয়ে ন্যায়বিচার এড়িয়ে যাবে না। আমরা শহিদদের রক্তের জন্য ইনসাফ আনব।”

প্রসঙ্গত, লাভলু মোল্লাহ শিশির সাবেক ছাত্রলীগ নেতা। শেখ হাসিনার সময় তিনি উপাচার্যের কার্যালয়ে দায়িত্বে ছিলেন। অভ্যুত্থানের পর তাকে রেজিস্ট্রারের দপ্তরে স্থানান্তর করা হয়।

Leave a Comment