ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা কার্যালয়কে লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে দুইজন দুর্বৃত্ত ব্যাংকের ভবনের দিকে বোমা নিক্ষেপ করে। এতে ভবনের দেওয়ালে লেগে পাশের একটি বাড়িতে আগুন ধরে যায়। বাজারের নৈশপহরী সেলিম মিয়া জানান, রাতের বিকট শব্দে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পান এবং স্থানীয়দের সহায়তায় তা নিয়ন্ত্রণ করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি নিশ্চিত করেছেন, এই ঘটনায় কোনো হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি।