জকসু–হল সংসদ নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি সাময়িক বন্ধ

০ মতামত 28 views

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচনী পরিবেশকে নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখতে এই নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত লাইব্রেরি বন্ধ থাকবে। এর আগে, ৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত শর্তাবলী মেনে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন।

নির্বাচনী আচরণবিধি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুসরণ না করলে লাইব্রেরি ব্যবহারের অনুমতি বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment