গতকাল নরসিংদীতে ভূমিকম্পের পর আজ (২২ নভেম্বর) আবারও কম্পন অনুভূত হলো গাজীপুরের বাইপাইল এলাকায়। সকাল ১০টা ৩৬ মিনিটের দিকে ৩.৩ মাত্রার এ মৃদু ভূমিকম্পে হালকা কাঁপুনি টের পান স্থানীয়রা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কম্পনটি খুব অল্প সময় স্থায়ী ছিল এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকালের ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
42